Wednesday, August 9, 2023

পতাকা অর্ধ নমীত রাখার নতুন নিয়ম - বাংলাদেশ

 বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশক্রমে নতুন নিয়মে পতাকা অর্ধ নমীত করার আদেশ জারী কারা হয়েছে। গত ০৯ আগষ্ট ২০২৩ এ বিষয়ে বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারী করেছে।

নতুন নিয়মে জাতীয় পতাকা অর্ধনমীত করতে হলে,  পতাকা আগে পুর্নাঙ্গভাবে উত্তোলন করতে হবে। অতপর পতাকার পোলের ১/৪ অংশ অবনমন করে বাঁধতে হবে।

এভাবে অর্ধনমীত করতে হবে।


No comments:

Post a Comment