Saturday, December 24, 2016

অফিস ও বাড়ির নিরাপত্তায় বিশ্বস্থ সঙ্গী CCTV

বর্তমান সময়ে অফিস, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসা-বাড়ির নিরাপত্তা নিয়ে সবাই চিন্তিত! এসবের নিরাপত্তার জন্য আমরা অনেক কিছুই করি। কিন্তু কোন কিছুতেই যেন বিশ্বাস হয় না। আসলেই আপনি কাকে বিশ্বাস করবেন? সিকিউরিটি গার্ড? ড্রাইভার? কাজের লোক? আত্বীয়স্বজন? কারও উপরই আজকাল ভরসা নেই। তাই তথ্যপ্রযুক্তির এই যুগে ভরসা রাখতে পারেন বিশ্বস্ত সিকিউরিটি যন্ত্রপাতির উপর। কারণ এরা কখনই আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না কিংবা ডিউটির কথা বলে ঘুমিয়েও থাকবে না।

প্রাচীন কালে রাজাবাদশাদের নিরাপত্তার দায়িত্বে ছিল প্রহরী, আর বর্তমান যুগের সাথে পরিবর্তনের অঙ্গিকারে প্রযুক্তির উপহারে আরো উন্নত এবং নিখুত হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এখন আপনি ঘরে বা অফিসের কোন এক রুমে বসেই নিশ্চিত করতে পারবেন সম্পূর্ণ নিরাপত্তা বাবস্থা। এর জন্য সিসিটিভি ক্যামেরা হতে পারে উত্তম সিকিউরিটি ব্যবস্থা। কারণ শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বেই চুরি-ডাকাতি, সন্ত্রাস বেড়েই চলছে। আর সে কারনেই বিজ্ঞানীগণ চুরি-ডাকাতি, সন্ত্রাসী বন্ধ করতে আবিষ্কার করেছেন অত্যাধুনিক সব যন্ত্রপাতি। সিসি টিভি তার মাঝে অন্যতম।



সিসিটিভি ক্যামেরা

সিসিটিভি ক্যামেরা সিষ্টেম এর ব্যবহার আমাদের দেশে দশ-পনের বছর আগে শুরু হলেও পশ্চিমা দেশগুলোতে আরো বহু আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। যদিও সিসিটিভি ক্যামেরা সিষ্টেম তখন ছিল শুধু সাদা-কালো, এসব ক্যামেরায় অল্প আলোতেই পরিষ্কার ছবি দেখা যেত। পরবর্তিতে রঙ্গীন ক্যামেরা বাজারে আসলেও স্বচ্ছ ছবির জন্য প্রচুর আলোর প্রয়োজনীয়তার কারনে ব্যবহার সীমিত হয়ে পড়ে। বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের ফলে অনেক কম আলোতেই রঙ্গীন ক্যামেরায় পরিষ্কার ছবি দেখতে পাওয়া যায়। ফলে এখন আর সাদা-কালো সিসিটিভি ক্যামেরা বা সিষ্টেম উৎপাদন হচ্ছেনা। বর্তমান চাহিদা অনুযায়ী দুই ধরনের রঙ্গীন সিসিটিভি মনিটরিং সিষ্টেম বাজারে পাওয়া যাচ্ছে। ষ্ট্যান্ড এ্যালোন এমবেডেড ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার) সম্বলিত সিসিটিভি মনিটরিং সিষ্টেম এবং পিসি বেজড সিসিটিভি মনিটরিং সিষ্টেম। ব্যবহারের ভিন্নতার কারনে বর্তমানে রঙ্গীন সিসিটিভি ক্যামেরা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমনঃ সাধারন ক্যামেরা, ডোম ক্যামেরা, হিডেন ক্যামেরা, স্পাই ক্যামেরা, স্পীড ডোম পিটিজেড ক্যামেরা, হিডেন ক্যামেরা, স্পাই ক্যামেরা, ডে-নাইট ক্যামেরা, জুম ক্যামেরা, ভেন্ডাল প্রুফ ক্যামেরা এবং আই পি ক্যামেরা উল্লেখযোগ্য।


কোথায় থেকে কিনবেন সিসিটিভি ক্যামেরা?

বিভিন্ন ব্র্যান্ডেড ক্যামেরার শো রুশ বাংলাদেশের বিভিন্ন স্থানেই রয়েছে। বিশেষ করে রাজধানীর, আইডিবি ভবন, ট্রান্সকম শোরুম, বসুন্ধরা সিটি, নিউমার্কেট ও ধানমন্ডির আলমসে সবধরনের ক্যামেরা কিনতে পাবেন। এছাড়াও যারা অনলাইনে কিনতে ইচ্ছুক তারা এখনি নক করতে পারেন । আমাদের কাছেও ক্যামেরার বিলাশ কালেকশন রয়েছে সেখান থেকে আপনি আপনার পছন্দেরটি বেছে নিতে পারবেন।
সবধরনের ক্যামেরা কিনতে এখনই কল করুন। আমরা আপনার প্রতিষ্ঠানে গিয়ে সিসিটিভি স্থাপন করে দিয়ে আসবো। ভবিষ্যতে সার্ভিসিং সুবিধাও পাবেন আমাদের। ঢাকা শহর সহ সারা বাংলাদেশে আমরা সেবা দিয়ে থাকি। আপনাকে কোন টেনশন ই করতে হবে না।

আপনি যদি সিসিটিভি ক্যামেরা আপনার দোকান , বাসাবাড়ি, কারখানা,অফিস, স্কুল-কলেজ  সহ যে কোন প্রতিষ্ঠানে স্থাপন করতে যোগাযোগ করুন এখানে
যেকোন প্রয়োজনেঃ
এস এস ফেরদৌস
মোবাইলঃ 01759155144
ইমেইলঃ sabusenew@gmail




No comments:

Post a Comment