Friday, February 17, 2017

সিসি টিভি স্থাপনের খরচ কত টাকা!

আপনার বাজেট কত?

আইপি ক্যামেরার দাম বেশি - সর্বনিম্ন চাইনীজগুলো ১৭-১৮ হাজার থেকে শুরু হয়, মোটামুটি ভালোমানের কোরিয়ান/ইউএস ডিভাইসগুলো ~৪০,০০০ এর মত পড়বে। ক্যামেরার জন্য একটা এনভিআর লাগবে - এটার দাম জানি না (১২৮ পোর্টের এনভিআর-এর দাম ৫ লাখ থেকে ১৮ লাখ পর্যন্ত )
এছাড়া সিসিটিভি দিয়েও করতে পারবেন - খরচ কম হবে। ক্যামেরার দাম ৩-৪০০০ থেকে শুরু। ডিভিআরও শস্তা পড়বে। তবে একটা ডিজিটাইজার কিনতে হবে এ্যানালগ ভিডিওকে ডিজিটাল করতে।
উভয় ক্ষেত্রেই লাইভ স্ট্রিমিং-এর জন্য স্ট্যাটিক আইপি থাকতে হবে।
যেকোন প্রয়োজনেঃ
এস এস ফেরদৌস
মোবাইলঃ 01759155144
ইমেইলঃ sabusenew@gmail

1 comment:

  1. ধন্যবাদ ফেরদৌস ভাই, সিসিটিভি স্থাপনের খরচ নিয়ে পোস্ট করার জন্য।
    শুভকামনা রইলো।

    ReplyDelete