Saturday, December 24, 2016

সিসিটিভি (CCTV) কী ?



সিসিটিভি(CCTV) কথাটির পূর্ণরূপ হলো ক্লোজড সার্কিট টেলিভিশন। এ প্রযুক্তিতে একটি কম্পিউটারের সঙ্গে সিসি ক্যামেরা জুড়তে ডিভিআর কার্ড প্রয়োজন পড়ে। ক্যামেরার সঙ্গে কোএক্সিয়াল কেবল দিয়ে সংযোগ দিয়েই এ ধরনের ক্যামেরা বসানো সম্ভব। কম্পিউটার থেকেই ক্যামেরার সামনে কি ঘটছে সেটি পর্যবেক্ষণ ও ধারণ করা সম্ভব।

 সিসিটিভি ক্যামেরার অবশ্য রকমফের রয়েছে। কেবল শব্দ ধারণ বা ভিডিও এবং শব্দ ধারণ করার মতো ক্যামেরা রয়েছে। কিছু ক্যামেরা অবশ্য আলো ছাড়াও বস্তু শনাক্ত করে।


 দ্য প্রাইভেসি ইন্টারন্যাশনাল সিসিটিভি পেজে দেয়া তথ্যানুসারে, বর্তমানে সারা বিশ্বে আড়াই কোটিরও বেশি সিটিটিভি ক্যামেরা চালু রয়েছে। এ ছাড়াও শুধু যুক্তরাজ্যে প্রতিবছর সিসিটিভি ক্যামেরায় ৪৫ কোটি ডলার খরচ হয়। বাংলাদেশেও ব্যাপক ভাবে বেড়েছে সিসিটিভির
 ব্যবহার।

আপনি যদি সিসিটিভি ক্যামেরা আপনার দোকান , বাসাবাড়ি, কারখানা,অফিস, স্কুল-কলেজ  সহ যে কোন প্রতিষ্ঠানে স্থাপন করতে যোগাযোগ করুন এখানে
যেকোন প্রয়োজনেঃ
এস এস ফেরদৌস
মোবাইলঃ 01759155144
ইমেইলঃ sabusenew@gmail


2 comments:

  1. বাস আমি একটা নতুন সিসি ক্যামেরা কিনে ছিলাম, যার model jovison jvs h411 এটির software cloudsee ওপেন করার পর videoplayback অপশনটি চালু হচ্ছে না যার ফলে আমি পিছনের video আমার মোবাইলে দেখতে পারছিনা আমার মোবাইল হল symphony i10 যদি কোন সমাধান দিতেন তাহলে উপকৃত হতাম

    ReplyDelete
  2. আমার মোবাইল নাম্বার01676986161

    ReplyDelete